3:06 pm , January 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মশক নিধনে ত্রিশ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। কর্মসূচির আওতায় প্রতিদিন ৩০ টি ওয়ার্ডে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। সম্প্রতি বিসিসি মেয়রের নির্দেশে এ কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা বিভাগ।
বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন নগরী থেকে মশার উৎপাত কমাতে ও লার্ভা বিনষ্ট করতে মাননীয় মেয়র খোকন সেরনিয়াবাতের নিদের্শে কাজ শুরু করেছি। এ জন্য আমরা একাধিক টিম গঠন করেছি। এর মধ্যে রয়েছে ফগার মেশিন টিম, ড্রেন পরিস্কার টিম এবং লার্ভা ধ্বংশকারী টিম। তিনি বলেন আমাদের ফগার মেশিন রয়েছে ১৩ টি। কিছু নষ্ট থাকলেও মেরামত করে সব গুলো সচল করা হয়েছে। প্রতিদিন একটি ওয়ার্ডে দুটি করে ফগার মেশিন কাজ করছে। ফলে ফগার মেশিন টিম এক দিনে এক সাথে অন্তত ৫ ট ওয়ার্ডে কাজ করতে পারে। এর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে প্রতিদিনই মশার লার্ভা ধ্বংশকারী টিম ও ড্রেন পরিস্কার করার টিম একযোগে কাজ করছে। তিনি আরো পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। তবে আপাতত এক মাসের জন্য এ কর্মসূচী গ্রহন করা হয়েছে।