3:05 pm , January 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদাবাজি ও শ্লীলতাহানীর মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে বরিশাল নগরীর নাজেমস্ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ঐ শিক্ষার্থী হলো বরিশাল বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্র মঞ্জু। মামলা সুত্রে জানা যায় গত ২৪ডিসেম্বর গভীর রাতে বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়ন, ৫নং ওয়ার্ডে গ্রেফতারকৃত মঞ্জু তার সহযোগী শরিফ, নাবিদ নাহিদ সিহাব সহ ১০/১২ জন। ডালিয়া বেগমের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের এলোপাথারী মারপিট করিয়া ঘরের আলমিরা ভাঙ্গিয়া নগদ ২২,০০০/-(বাইশ হাজার) টাকা, তার মেয়ের বিয়ের বিয়ের জন্য বানিয়ে রাখা স্বর্ণের ১জোড়া রুলি, যাহার ওজন ১.৫ ভড়ি, যাহার মূল্য-১,৫০,০০০/- টাকা, গলার স্বর্ণের চেইন ২টি, যাহার ওজন- ১ভড়ি, যাহার মূল্য-১,০০,০০০/-টাকা, তাদের ছেলের এয়ারটেল কম্পানিতে চাকরির জন্য কোম্পানি কর্তৃক প্রদানকৃত ২টি মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিবাদীরা লাঠিসোটা, দা-বটি, কুরাল, চাপাটি দিয়ে বাদীর সুকেজ, বসত ঘরের বেড়া, দরজা, জনালা, ভাঙ্গিয়া ফালাইয়া প্রায় ৫০,০০০/-টাকা ক্ষতি করে। বাদী ডালিয়ার স্বামী বাধা দিলে তার স্বামীকেও মারধর করে। এক পর্যায়ে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।