শীতে বিপর্যস্ত ভান্ডারিয়ার জনজীবন শীতে বিপর্যস্ত ভান্ডারিয়ার জনজীবন - ajkerparibartan.com
শীতে বিপর্যস্ত ভান্ডারিয়ার জনজীবন

3:17 pm , January 16, 2024

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ শীতের তীব্রতা বেড়েই চলছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট সবকিছু। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা হালকা কমলেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতাও কমছে না। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও নি¤œ আয়ের ?মানুষ। মঙ্গলবার সকালে উপজলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, শীতের প্রকোপে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শীতজনিত ৩১ জন রোগী ভর্তি হয়েছে।
রাস্তাঘাটে লোকজনের আনাগোনা অনেক কম। যানবাহনগুলোতে যাত্রীদের নেই তেমন চাপ। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দেবনাথ জানান, শীত বেড়ে যাওয়ায় ঠা-াজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীর সংখ্যা বেড়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি তাদের সেবা দেয়ার জন্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT