3:16 pm , January 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ভোটের দিনে খাবারের প্যাকেটের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নৌকার এক কর্মীকে অপহরন ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এ ঘটনার পর জড়িত অপর তিন কর্মীকে ছুরিসহ আটক করা হয় বলে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার কাউনিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আটককৃতরা হলো-নগরীর ভাটিখানা জোর মসজিদ দ্বিতীয় গলির বাসিন্দা মৃত লিয়াকত হোসেন ডায়মন্ডের ছেলে মেহরাব মিয়া (২১), প্রথম গলির বাসিন্দা গোলাম মোস্তফা মোল্লার ছেলে সোয়েব মোল্লা (২২) ও ভাটিখানা আবেদাবাগ এলাকার টিপু মুসুল্লীর মো. মামুন মল্লিক (২৪)।
ঘটনার শিকার নৌকার কর্মী নগরীর কাউনিয়া বাসুমিয়ার গলির বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জাহিদ হাওলাদারের ছেলে শাফায়েত হোসেন জিসান (২২)। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, কাউনিয়া হাউজিং এলাকা থেকে সোমবার দিনগত রাতে জিসানকে মারধর করে একটি অটোরিক্সায় অপহরন করা হয়। পরে তাকে নগরীর ভাটিখানা আবেদাবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মরাধরের সময় ডাক-চিৎকারে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তারা গিয়ে তিনজন একটি ছুরিসহ আটক করেন। এছাড়াও আহত জিসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক বলেন, এ ঘটনায় আহত জিসানের বাবা বাদী হয়ে মামলা করেছে। মামলায় আটজন নামধারী ও ৩ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে জেলে পাঠানো হয়েছে।
আদালতের নিবন্ধন কর্মকর্তা (এসআই) হুমায়ন কবির বলেন, বরিশাল মহানগর হাকিম আল ফয়সাল তিনজনকে জেলে পাঠিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, জিসান নৌকার কর্মী। ভোটের দিন দুপুরে কেন্দ্রের জন্য দেয়া খাবারের বন্টন নিয়ে আসামীদের সাথে ছেলের বিরোধ হয়। এর জেরে সোমবার রাতে আসামীরা কাউনিয়া হাউজিং এলাকা থেকে ছেলেকে অপহরন করে হত্যার চেষ্টা করেছে বলে বাদী দাবী করেছেন মামলায়।