উজিরপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত ॥ মা আহত উজিরপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত ॥ মা আহত - ajkerparibartan.com
উজিরপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত ॥ মা আহত

3:15 pm , January 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরের সানুহার বাস স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মো. রাফি বেপারী নামে এক ৩ বছরের শিশু নিহত হয়েছে। পাশাপাশি গুরুত্বর আহত হয়েছে শিশুটির মা রুপা বেগম। তারা উভয়ই ব্যাটারিচালিত অটোরিক্সার যাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা মৃত মো. কাইয়ুম বেপারীর স্ত্রী ও সন্তান। তবে তারা বর্তমানে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসা কাঠি গ্রামে বসবাস করে। পারিবারিক সূত্রে জানাগেছে, রাফি ও তার মা রুপা বেগম বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলে বাটাজোর থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসা কাঠি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে সানুহার বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে তাদের অটোরিক্সাটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাফি ও তার মা অটোরিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় । তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রাফিকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে মা রুপা বেগম হাসপাতালে শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর আহমেদ। উল্লেখ্য নিহত রাফির পিতা কাইয়ুম বেপারী ১ বছর আগে একটি ঘরের কাজ করতে গিয়ে টিনের চাল থেকে পরে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন রমজানকাঠির বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আসলাম হোসেন ডালি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT