প্রশাসনের অতি নিরপেক্ষতা দেখানোর কারণে ভোটারের উপস্থিতি কম ছিলো প্রশাসনের অতি নিরপেক্ষতা দেখানোর কারণে ভোটারের উপস্থিতি কম ছিলো - ajkerparibartan.com
প্রশাসনের অতি নিরপেক্ষতা দেখানোর কারণে ভোটারের উপস্থিতি কম ছিলো

3:11 pm , January 16, 2024

বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভায় রাশেদ খান মেনন

বিশেষ প্রতিবেদক ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত জোট মাটিতে শুয়ে পড়েও বলছে তারা পড়েনি। বিদেশীদের চোখ রাঙানি সত্ত্বেও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে। জাতীয় পর্যায়ের গড় ভোটার উপস্থিতি হার ও তার বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ভোটের হারে মিল ছিল। অনেক এলাকায় প্রশাসনের অতি নিরপেক্ষতা দেখানোর কারণে ভোটারের উপস্থিতি কম হয়েছে।  তার পরেও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে বলে দাবী করেন মেনন। তিনি বলেন, ভোট নিয়ে কিছু উত্তেজনা থাকবে, তার ওখানেও ছিল। কিন্তু সব কিছুই নিয়ন্ত্রণে ও সুন্দর পরিবেশে হয়েছে।
দীর্ঘ ১৫ বছর পরে নিজ জেলা বরিশালে এসে মহাজোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন এসব কথা বলেন। এর আগে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বরিশালের উন্নয়নে সম্ভব সব কিছু করবেন বলেও জানান। তিনি বরিশালে পর্যটন মোটেল সহ ট্যুরিজম ট্রেনিং সেন্টার স্থাপনে তার পরিকল্পনার কথা ব্যক্ত করে প্রকল্পটি যেখানে আটকে আছে সেখান থেকে পরিকল্পনা কমিশনে নিয়ে যাওয়ার কথাও জানান। দুর্গাসাগর দীঘির পাড়ে পর্যটন করপোরেশনের রেস্টুরেন্টের  নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে রাশেদ খান মেনন বলেন এটি চালু হলে ওই এলাকায় পর্যটকদের আগমন বাড়বে বলেও জানান সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী। বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে বরিশাল সেক্টরে বিমান চালু করা প্রসঙ্গ মেনন বলেন, পদ্মা সেতু চালুর পরে নৌ ও আকাশ পরিবহনে কিছু বিরুপ প্রভাব পড়লেও তা ক্রমশ কাটিয়ে উঠছে। বরিশাল সেক্টরে আকাশ পরিবহন নির্বিঘœ করতে সম্ভব সবকিছু করার কথাও জানান তিনি। রাজনৈতিক প্রসঙ্গ টেনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, তিনি এখনো নিজ দলীয় নেতৃবৃন্দের সাথে বসতে পারেননি। আগে দলের ও পরে জোটের শরীকদের সাথে বসে আগামী দিনে করনীয় পথ নির্ধারণ করা হবে। তবে তার দল ও জোট বিদেশী কোন চোখ রাঙানিকে ভয় পায়না বলে জানিয়ে মেনন বলেন, আমরা জনগনকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মেনন বলেন, সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মানের মাধ্যমে বরিশাল থেকে বানারীপাড়া হয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ওপর দিয়ে খুলনা বিভাগের সহজ যোগাযোগ সহ ঢাকার সাথে সড়ক পথে দূরত্ব হ্রাসে আরো একটি সেতু নির্মানের উদ্যোগ নেবেন তিনি। যুব সমাজের জন্য কর্মসংস্থানের মাধ্যমে তাদের সঠিক পথে চালিত করার লক্ষে কর্মসূচী গ্রহণের পরিকল্পনার কথাও জানান বর্ষীয়ান এ রাজনীতিবিদ। মতবিনিময় অনুষ্ঠানে কয়েকজন সিনিয়র সাংবাদিকও  বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT