ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল - ajkerparibartan.com
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

3:26 pm , January 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফরচুন বরিশালে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাই অধিনায়ক কে হবেন এটা নিয়ে অনেকেরই ভিন্ন ভিন্ন মত ছিল। শেষ পর্যন্ত নেতৃত্ব ভার থাকছে তামিম ইকবালের কাঁধেই। সোমবার দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতোআসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবেন। একই কথা বলেছেন দলটির স্বত্বাধিকারী ফরচুর গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি আজকের পরিবর্তন কে বলেন, তামিম ইকবাল কে আমাদের দলের অধিনায়ক হিসাবে আগেই ঠিক করে রাখা হয়েছিলো। কোচ হয়ত আজ ঘোষণা করেছে। তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে কোচ বাবুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে। আজকে আমরা যতক্ষন অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষনই তামিমের ইনভলবমেন্ট ছিল’-যোগ করেন বাবুল। পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, ‘আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি। প্রসঙ্গত ১৯ জানুয়ারী পর্দা উঠবে এবারের বিপিএল এর। ২০ জানুয়ারী প্রথম ম্যাচে রংপুরের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT