3:23 pm , January 15, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টুর ওপেন হার্ট সার্জারী সফল হয়েছে। বর্তমানে তাকে বেডে পাঠানো হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টুর হার্টে ৪ টি ব্লক ধরা পড়ে। দ্রুত তার অস্ত্রপচারের জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানের গত ১০ জানুয়ারী সফল অস্ত্রপচার করা হয় বলে জানিয়েছেন এ্যাড. ঝন্টু। সোমবার পরিবর্তনকে তিনি বলেন, তার অস্ত্রপচার সফল হয়েছে। তাকে বেডে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ৬ষ্ট তলায় ১১ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বেডে রয়েছেন। সকলের কাছে দোয়াও চেয়েছেন এ্যাড. ঝন্টু।