নগরীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন নগরীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন - ajkerparibartan.com
নগরীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

3:21 pm , January 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবক কে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির। তিনি বলেন, রায় ঘোষণার সময় দ-িত যুবক রাসেল এজলাসে উপস্থিত ছিলো। দ-িত রাসেল নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রাম মসজিদ গলির বাসিন্দা সিদ্দিক স্বর্ণকারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৩ সালের ২৩ অগাষ্ট প্রতিবেশির ঘরে একা ছিলো ১৩ বছর বয়সী শিশু কন্যা। এ সুযোগে দ-িত রাসেল শিশু কন্যাকে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। শিশু কন্যার লাশের গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরে সহযোগি পলাশ মোল্লার সহায়তায় পিছনের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। শিশু কন্যার মা ঘরে এলে ওই দুইজনকে পালিয়ে যেতে দেখে। এ ঘটনায় ২৪ অগাষ্ট শিশু কন্যার বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করে। ২০১৪ সালের ৩০ জানুয়ারী কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। আদালত ১৪ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন।
বেঞ্চ সহকারী হুমায়ুন আরো জানান,  মামলার অপর আসামী পলাশ মোল্লা শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT