মাইকিং করে নিলাম আহবান করে শিক্ষা কর্মকর্তা উধাও মাইকিং করে নিলাম আহবান করে শিক্ষা কর্মকর্তা উধাও - ajkerparibartan.com
মাইকিং করে নিলাম আহবান করে শিক্ষা কর্মকর্তা উধাও

3:19 pm , January 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে এক বিদ্যালয়ের প্রায় একশ’ গাছ নিলামে বিক্রি করার জন্য তিন দিন মাইকিং করে উধাও হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সোমবার দুপুরে উম্মুক্ত নিলামে অংশ নিতে এসে ফিরে গেছেন ক্রেতারা।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার শিকারপুর  গঙ্গা গোবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছোট বড়  ৮৩ টি গাছ প্রকাশ্যে নিলামে বিক্রির গত তিনদিন ধরে মাইকিং করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় নিলাম বিজ্ঞপ্তিও টানিয়ে দেয়া হয়। সেখানে জানানো হয়, ১৫ জানুয়ারী দুপুর ২ টায় উপজেলা শিক্ষা অফিসে প্রকাশ্যে নিলাম হবে। নিলামে অংশ নিতে দুপুরে বিভিন্ন এলাকা থেকে উপজেলা শিক্ষা অফিসে আসেন। এসে তারা দেখতে পায় উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসানের দপ্তর তালাবদ্ধ। তিনি নেই। তাকে ফোন দেয়া হলেও রিসিভ করেননি।
এ বিষয়ে নিলামে অংশ নিতে আসা ব্যবসায়ী মাহাবুব আলম, মাহাবুব ইসলাম বাদল ও নাজমুল হক ফারুক অভিযোগ করে বলেন, তিনি গত তিনদিন যাবত মাইকিং করে ডেকে এনে অফিসের সকল দরজা-জানলা বন্ধ করে চলে গেলেন। এটা রহস্যজনক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, নিলাম আহবানের বিষয়টি তার জানা নেই।
শিকারপুর গঙ্গা গোবিন্দ মাধ্যমিক  (জিজি) বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জাহিদ আলম বলেন, আমাদের নতুন কমিটি। দায়িত্ব আগামী আগামী ২৮ জানুয়ারি বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং এ বিষয়ে আমরা কিছু জানি না। বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, আজকে নিলামের নির্ধারিত ডেট ছিলো। বিদ্যালয়ের মেহগিনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ নিলামে বিক্রি করার কথা ছিলো। কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকেল তিনটার সময় ফোন দিয়ে জানিয়েছেন “অনিবার্য কারণবশত নিলাম স্থগিত করা হয়েছে”। এটা পরে নিলাম হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT