পটুয়াখালীতে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান পটুয়াখালীতে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান - ajkerparibartan.com
পটুয়াখালীতে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান

3:18 pm , January 15, 2024

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ১৫ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গনে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মেধাবী শিক্ষার্থী বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবক মো. তোফাজ্জেল হোসেন, মো. আসাদুজ্জানান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক প্যানেল মেয়র নাহিদা আক্তার পারুল। আরো বক্তব্য রাখেন কাউন্সিলর মো.দেলোয়ার হোসেন, মো. নিজামুল হক, এস এম মতিন মাহমুদ, জাহিদ সিকদার, মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT