3:17 pm , January 15, 2024
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল -৪ আসনে নির্বাচনে হারার পর দলের নেতাকর্মী এবং ভোটারদের শান্তনা জানাতে বাড়ি বাড়ি গেলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান। তিনি ভোটের পরের দিন থেকে শুরু করে পর্যায়ক্রমে বিরতিহীনভাবে হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থানায় দলীয় নেতাকর্মী এবং ভোটারদের সাথে দেখা করেন এবং তাদের আগামীর জন্য উৎসাহী করে তোলেন। দলীয় নেতাকর্মী এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া এবং তাদের শান্তনা দিয়ে উৎসাহিত করাকে বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সচেতন মহল। অনেকের মতে স্বাধীনতার পর এই আসনে নির্বাচনে পরাজিত হওয়ার পর ভোটারদের মাঝে ছুটে আসার নজির নেই। তবে সেই নজির দেখালেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটির সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব মিজানুর রহমান।
দল এবং সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করার কথা জানান মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছি। জনগণের জন্য নিজেকে উজাড় করে দিতে রাজি আছি।