2:54 pm , January 15, 2024

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরে কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বুধবার সন্ধ্যা থেকেই কুয়াশায় হাড় কাঁপানো শীতের পাশাপাশি হিমেল হাওয়া জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে দুপুরে হালকা রোদ উঠলেও হাড় কাঁপানো শীতের তীব্রতা কমেনি ?। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বেলা ১২টা বাজলেও সূর্যের দেখা নেই। গত বুধবার ভোর থেকেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে তীব্র শীত। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পড়ে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে। শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না। হঠাৎ চলে আসা এই ঠা-ার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। ঠা-া আর ঘন কুয়াশায় অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ করে গত চারদিন যাবত আবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পিরোজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দিদারুল ইসলাম বলেন, মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বর্তমান পিরোজপুরের তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে শীত আরো একটু বাড়তে পারে।