3:51 pm , January 14, 2024

ঢাকা অফিস ॥ বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, পাট খাতের সমৃদ্ধি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বস্ত্র ও পাট খাতকে সজীব-সতেজ করতে আস্থা ও অবিচলের সাথে দায়িত্ব পালন করব। রবিবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘রপ্তানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’ তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।