ভোলায় সবজি বিক্রেতা আব্দুর রবকে পিটিয়ে হত্যা ভোলায় সবজি বিক্রেতা আব্দুর রবকে পিটিয়ে হত্যা - ajkerparibartan.com
ভোলায় সবজি বিক্রেতা আব্দুর রবকে পিটিয়ে হত্যা

3:37 pm , January 14, 2024

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় সবজি বিক্রেতা আব্দুর রবকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত সুজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত আব্দুর রব সদর উপজেলা ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। সুজন একজন মাদকাসক্ত যুবক। মাদক মামলায় বেশ কয়েকমাস ভোলা কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন। নিহতের ভাই আব্দুল হাই বলেন,বেলা সাড়ে ১২ টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সবজি বিক্রেতা আব্দুর রব প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে এলোপাতারী ভাবে পেটায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবজি বিক্রেতার। এ বিষয় ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT