3:32 pm , January 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার এ অভিযান করেছে এয়ারপোর্ট থানার একটি দল। আটক জাহিদুল ইসলাম জুয়েল শেখ (৩০) চাঁদপুরের পশ্চিম সকদি গ্রামের মৃত মজিবর রহমান শেখের ছেলে। পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকা এলাকায় অভিযান করে। এ সময় সেখান থেকে জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে।