3:30 pm , January 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ডামি নির্বাচন বাতিল এবং শেখ হাসিনার পদত্যাগের দাবীতে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ও ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট এর উদ্যোগে বের হওয়া কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পন্ড হয়েছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে মিছিলটি বের করা হয়েছিলো। মিছিলটি শহরের ফজলুল হক এভিনিউ তে বের হওয়ার পূর্বেই পুলিশ জেলা জজ আদালতের প্রধান ফটকের গেট বন্ধ করে আটকে দেয় ।
এসময় পুলিশের সাথে মিছিলকারীদের বাাগ বিতন্ডা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে কালো পতাকা মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সহ সভাপতি শহীদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর মাসুদ, আবুল কালাম আজাদ ইমন, মামুন হোসাইন, সরোয়ার হোসেন ।