2:58 pm , January 14, 2024

মোঃ পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক বলেছেন, বাকেরগঞ্জ উপজেলায় কোন সন্ত্রাস,চাঁদাবাজ দখলবাজ,অনিয়ম- দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি চলবে না। গত ৭ জানুয়ারী জনগণ আমাকে সন্ত্রাস,চাঁদাবাজ, দখলবাজ,অনিয়ম-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি এগুলোকে অপছন্দ করি না। আমি কোন হিংসাত্মক রাজনীতি চাই না। বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। বাকেরগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে তার প্রমান বাকেরগঞ্জের জনগণ গত ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে দিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। জনগণের ভালোবাসায় আমি নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি শান্তি চাই । বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। স্মার্ট বাকেরগঞ্জ উপজেলা এবং আমার প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন করতে চাই। মানবতার জননী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন বঞ্চিত, অবহেলিত এবং বিপর্যস্ত বাকেরগঞ্জকে পুনরায় বাকেরগঞ্জ জেলায় রূপান্তরিত করাটাই হবে আমার মূল লক্ষ্য।