2:50 pm , January 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ প্রচন্ড শীতে কাপছে বরিশাল। কনকনে এই শীত নিবারন করতে সুবিদা বঞ্চিত ও নি¤œ আয়ের মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। রোববার সকালে বরিশাল সদর উপজেলায় অবস্থিত গিলাতলী আশ্রয়নে বসবাসরত বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরন করেন বরিশার বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এর আগে শনিবার রাতে নগরীর লঞ্চঘাটে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই বলেন ডিসি ও বিভাগীয় কমিশনার দুই স্থানে এক হাজারেরও বেশি কম্বল বিতরন করেছেন। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এখন পর্যন্ত যে কম্বল আমরা পেয়েছি তা প্রত্যেক উপজেলায় ইউএনওদের কাছে প্রেরন করা হচ্ছে এবং দরিদ্র ও সুবিদা বঞ্চিত মানুষের মাঝে বিতরন করা হচ্ছে।
এদিকে নগরীতে কম্বল বিতরন শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে অসহায় দরিদ্র ও বয়স্ক মানুষষের মাঝে কম্বল বিতরন করছে এই প্রতিষ্ঠানটি। বিসিসির সচিব মাসুমা বেগম বলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আমরা ২০ হাজার কম্বল পেয়েছি। যা আনুপাতিক হারে কাউন্সিলরদের দেওয়া হচ্ছে। তারা এগুলো বিরতন করবেন।