বরিশালে শীতের তীব্রতা বৃদ্ধি : হিড়িক পড়েছে গরম কাপড় কেনাকাটায় বরিশালে শীতের তীব্রতা বৃদ্ধি : হিড়িক পড়েছে গরম কাপড় কেনাকাটায় - ajkerparibartan.com
বরিশালে শীতের তীব্রতা বৃদ্ধি : হিড়িক পড়েছে গরম কাপড় কেনাকাটায়

3:17 pm , January 13, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল জেলায় শীতের তীব্রতা বৃদ্ধিতে মার্কেটগুলোতে হিড়িক পড়েছে গরম কাপড় কেনাকাটায়।সরোজমিনে নগরীর ছোট-বড় পাইকারী ও খুচরা মার্কেট ঘুরে দেখাগেছে, কিছু সংখ্যক ব্যবসায়ী চট্টগ্রাম অঞ্চল থেকে পুরাতন কাপড়ের গাইড কিনে এনে এসব ব্যবসা করছেন। যার মধ্যে রয়েছে কম্বল, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোর্ট, শার্ট-প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক। কিছু খুচরা ব্যবসায়ী (যাদের মূলধন বেশি) আবার সরাসরি চট্টগ্রাম অঞ্চল থেকে এ গাইড কিনে এনেও ব্যবসা করছেন।এ বিষয়ে সদর উপজেলা থেকে গরম পোশাক কিনতে আসা মো. সোহেল, রিত্তা দাস, আলমগীর হোসেন বলেন, বিদেশ থেকে আসা এ পুরোনো গরম পোশাক না থাকলে আমাদের মতো নি¤œ-মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিপদেই পড়ে যেতাম। তিন শত থেকে সাত শত টাকার মধ্যে উন্নতমানের ভালো কম্বল ও সোয়েটার পাওয়া যায়। নিজের, স্ত্রীর ও পরিবারের বৃদ্ধ সদস্যদের জন্য তাই সোয়েটা ও কম্বল কিনতে এসেছি।এ বিষয়ে নগরীর সুপরিচিত ‘হাজী মো: মহসিন হকার্স মার্কেট’ ও নগরীর ষ্টীমারঘাট ‘বরিশাল বহুমুখি সিটি মার্কেট’র একাধিক ব্যবসায়ী বলেন, এ বছর শীত মৌসুম আসার শুরু থেকে এ পর্যন্ত তুলনা মূলকভাবে বিগত বছরগুলোর চেয়ে বিকিকিনি অনেকটা কম।তবে বর্তমান সময়ে শীতের কারণে কেনা বেচা বেড়েছে।ব্যবসায়ীরা সূত্র আরো বলেন, এ সব মার্কেটের সিংহভাগ ক্রেতাই হচ্ছে নি¤œবিত্ত থেকে শুরু করে নি¤œ-মধ্যবিত্ত পরিবারের লোকজন। মূলত তাই এ পুরাতন কাপড়ের গাইড কিনে এনে ব্যবসায়ীরা এসব কম্বল, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোর্ট, শার্ট-প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক ধৌত ও আয়রন করে পরিস্কার-পরিচ্ছন্ন ভাবে বিক্রি করা হয়।এ প্রসঙ্গে আলাপকালে ষ্টীমারঘাট ‘বহুমুখি সিটি (গার্মেন্টস) মার্কেট’র সদস্য সচিব মো. জামাল হোসেন বলেন,এ পুরাতন কাপড়ের গাইডগুলো সরকারী অনুমোদনের মাধ্যমে সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এরপর সরাসরি চট্টগ্রাম অঞ্চল থেকে এ গাইডগুলো কিনে এনে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে বিক্রি করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT