3:13 pm , January 13, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সড়কের বাঁকে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল অরোহী বিএম কলেজের শিক্ষার্থী ডোবার কাঁদায় আটকে মারা গেছে। এছাড়াও আহত হয়েছে মোটর সাইকেল চালক তার বন্ধু। শনিবার সকাল ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক সড়কের ঝালকাঠি ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ রহমতউল্ল্যাহ রাকিব নগরীর সাগরদী আব্দুল হামিদ খান সড়কের মো. আইউব আলী হাওলাদারের ছেলে।
স্বজনরা জানিয়েছে, সকাল ৭টায় বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সড়কের ইছানীল এলাকার বাঁকে পৌছুলে মোটর সাইকেলের গতির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে পিছন থেকে ছিটকে ডোবার কাদার মধ্যে মাথা ঢুকে যায়। এছাড়াও বন্ধুর পা ভেঙ্গে যায়। ডোবার মধ্যে থেকে রাকিবকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অক্সিজেন না থাকায় রাকিবকে নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হয়। পথিমধ্যে মারা যায় রাকিব।
