4:03 pm , January 12, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বেহুন্দী জাল ও জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলার কাঠের চর এলাকায় এই যৌথ অভিযানে ১টি বেহুন্দী জাল এবং ৮ টি অবৈধ বেহুন্দী জালের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১২ টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এছাড়া ৩ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আনোয়ারুল হকসহ অন্যান্যরা।