আড়িয়াল খাঁ নদী থেকে বেহুন্দী জালসহ জাটকা জব্দ আড়িয়াল খাঁ নদী থেকে বেহুন্দী জালসহ জাটকা জব্দ - ajkerparibartan.com
আড়িয়াল খাঁ নদী থেকে বেহুন্দী জালসহ জাটকা জব্দ

4:03 pm , January 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বেহুন্দী জাল ও জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলার কাঠের চর এলাকায় এই যৌথ অভিযানে ১টি বেহুন্দী জাল এবং ৮ টি অবৈধ বেহুন্দী জালের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১২ টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এছাড়া ৩ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আনোয়ারুল হকসহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT