4:01 pm , January 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা প্রদান করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শুক্রবার শিক্ষা মন্ত্রীর সাথে সৌজন্য স্বাক্ষাত করে বরিশাল বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করেন তিনি। সৌজন্য স্বাক্ষাতকালে উপাচার্য বলেন, আধুনিক বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা, দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠি তৈরির কোন বিকল্প নেই। নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।