আইন কলেজে অধ্যক্ষ ও সভাপতিকে মারধরের ঘটনায় মামলা আইন কলেজে অধ্যক্ষ ও সভাপতিকে মারধরের ঘটনায় মামলা - ajkerparibartan.com
আইন কলেজে অধ্যক্ষ ও সভাপতিকে মারধরের ঘটনায় মামলা

4:02 pm , January 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল খোকন। মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সদস্যসহ দুইজন নামধারীসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামী করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক বলেন, আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ ত্রাস সৃষ্টি করতে ভয়ভীতি প্রদর্শনপূর্বক টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
মামলায় নামধারী আসামী হলেন :  মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান অপু ও ছাত্রদল নেতা আসাদুজ্জামান আজিম। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল খোকন ও পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনকে মারধর করা হয়।
মামলায় বাদী অভিযোগ আনেন, আসামীরা মহাবিদ্যালয়ের নিকটতম বাসিন্দা হওয়ায় বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজে বাঁধা দেয়। তারা বিভিন্ন সময় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বাদী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপুর নেতৃত্বে ৩০/৪০ জন দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। তারা তাকে ও সভাপতিকে মারধর করে। পরে সভাপতির পরিধেয় পোশাক ছিড়ে ফেলে সাথে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা দুই ছাত্রের দুইটি মোবাইল সেট ও টাকা ছিনতাই করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT