বাণিজ্যিক বরিশাল হবে অনন্য উদাহরণ বাণিজ্যিক বরিশাল হবে অনন্য উদাহরণ - ajkerparibartan.com
বাণিজ্যিক বরিশাল হবে অনন্য উদাহরণ

3:57 pm , January 11, 2024

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বললেন

বিশেষ প্রতিবেদক ॥ আমার উপর ভরসা রাখুন। আমি এখনই এই কাজটি করে দেওয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছি। গ্রামের একটি সড়কের উন্নয়ন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। তিনি আরো বলেছিলেন, অনেকেই আসেন ব্যক্তিগত সাহায্য, চাকরি ইত্যাদি বিষয় নিয়ে। যতটুকু পারি চেষ্টাও করি। কিন্তু খুব ভালো লাগে, আমি মন থেকে আনন্দ পাই যখন কেউ দশজনের সমস্যার সমাধান নিয়ে, রাস্তা, ব্রীজ, ফসলের নতুন কোনো চিন্তা নিয়ে আমার কাছে আসেন। জাহিদ ফারুক বলেন, এলাকার প্রয়োজনে, বরিশালের মানুষের প্রয়োজনে যখন কোনো সাংবাদিক কলম ধরেন কিংবা কেউ এসে আমাকে বলেন তখন আমার মনে হয় ওটা আমারই কাজ। তাই আমি সেই কাজটি আগে করার চেষ্টা করি। কথায়-ই শুধু নয়, সাথে সাথে নিজের কাজ দিয়ে তা প্রমাণ করেই দেখিয়েছেন বরিশালের এই সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। এর প্রতিফল পেয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে। পেয়েছেন আবারো প্রতিমন্ত্রীর দায়িত্ব। বরিশালের মানুষের কাছে তাই শুধু ভরসা নয়, নির্ভরতা এখন জাহিদ ফারুক।
২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বরিশালের মানুষের ও জনপদের উন্নয়ন কাজগুলো করতে যেয়ে তাকেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নিজ দলের লোকের কাছেও। কেননা পূর্ব কর্ণকাঠী থেকে চরকরঞ্জী এলাকাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং ওখানকার চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি বিরোধী পক্ষ হয়ে অসহযোগিতা করেন। যদিও পরবর্তীতে তার কাজের স্বচ্ছতা দেখে মুগ্ধ ছবিও ভক্ত হয়ে ওঠেন জাহিদ ফারুকের। প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক ও সেতু পেয়ে খুশি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠীর বাসিন্দাদের দাবী গত ত্রিশ বছরে এই এলাকার কোনো উন্নয়ন কেউ করেনি। এই প্রথম জাহিদ ফারুক এলেন। আমরা কৃতজ্ঞ তার কাছে।
এদিকে রায়পাশা কড়াপুর এলাকার মানুষের কাছে জাহিদ ফারুক যেন নির্ভরতা। রায়পাশা বাজারের আড্ডায় গ্রামবাসী অনেকেই বলেন, করোনাকালীন সংকটে তার পাঠানো সাহায্য আমাদের বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন। যদিও এখানেও আওয়ামী লীগের বড় একটা অংশ তার কাজের খুঁত খুঁজে তাকে বারবার অপদস্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ বৌসের হাট গ্রামবাসীর।
অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার লোকদের বাধানিষেধের কারণে নগরীর উন্নয়ন করতে ব্যর্থ জাহিদ ফারুক মনোযোগী হন নদী ভাঙনে আতঙ্কিত মানুষের মনে শান্তি দিতে। চরকাউয়া ও চরবাড়িয়াসহ শায়েস্তাবাদ এলাকায় নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের কাছে।
স্থানীয় একজন সিনিয়র সাংবাদিক বলেন, জাহিদ ফারুক কাজ করে ধীরে ধীরে জনপ্রিয় হয়েছেন। চরকাউয়া ও চরবাড়িয়া এলাকায় বেড়ি বাঁধ দুটো ঘুরে দেখেছি আমি। চমৎকার পর্যটন সম্ভাবনা তৈরি হয়েছে ঐ বাধ দুটো ঘীরে। এটা বরিশালের মানুষ মনে রাখবে।
চরকাউয়া ১ নং ওয়ার্ডের নদী তীরবর্তী বাসিন্দা মমতাজ বেগম বলেন, আমরাতো আতঙ্কে রাতে ঘুমাতাম না। নদী ভাঙনের ভয়ে কেউ একজন জেগে রাতে পাহারা দিতে হতো। আল্লাহ দয়া করেছেন।  এই বাধ নির্মাণ হওয়ার পর শান্তিতে ঘুমাতে পারি এখন। সরকারের কাছে তাই আমাদের কৃতজ্ঞতা অনেক।
পাশের ঘর থেকে বের হয়ে এসে এক বৃদ্ধ আসগর আলী মাতুব্বর বলেন,  এতোদিনে আল্লাহ আমাগো একজন ভালো এমপি দিছেন। শেরেবাংলা ফজলুল হকের পর আমাগো কথা কেউই ভাবে নাই। এই প্রথম জাহিদ ফারুক এমপি ভাবছে। আল্লাহ হেরে বাঁচাইয়া রাখুন।
জাহিদ ফারুক ২০০৮ সালে প্রথম বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য  হন তিনি। জাহিদ ফারুকের কাজের স্বচ্ছতা নিয়ে কোনো বিতর্ক নেই বরিশালবাসী তথা বাংলাদেশের মানুষের কাছে। কেননা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনিই একমাত্র সংসদ সদস্য যিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবার পাশাপাশি নির্দিষ্ট দিনে ঠিক হাজির থাকেন নিজ এলাকার মানুষের কাছে।
জাহিদ ফারুক বলেন, সপ্তাহে দুটো দিন আমি আমার এলাকার মানুষের কথা শুনতে ছুটে আসতে প্রস্তুত থাকি। বৃহস্পতিবার রাতে আসি এবং শনিবার রাতে চলে যাই। কখনো কখনো আগেই চলে যেতে হয় কাজের প্রয়োজনে। তবে আমার ফোন সার্বক্ষণিক খোলা থাকে। এলাকায় আমার লোক থাকে। আমি চেষ্টা করি সততার সাথে আমার দায়িত্ব পালন করতে।
ঠিক তার এই কথারই প্রশংসা করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও। বদিউল আলম মজুমদার বলেন,  আমি বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুককেই পেলাম। যে নিজের বুকে হাত রেখে দাবী করলেন আমি সৎ।
আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাতো বরিশালের জনসভায় লাখো মানুষের সামনে জাহিদ ফারুক এর প্রশংসা করলেন সৎ ও নিষ্ঠাবান বলে।
জাহিদ ফারুক বলেন, আমার কাজই তার প্রমাণ দেবে। আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করছি। এলাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারাও আপনার নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করুন। এই বরিশালে গ্যাস আসবে, ইপিজেড হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর বাণিজ্যিক বরিশাল গড়ে তুলবো ইনশাআল্লাহ।
একনজরে জাহিদ ফারুক  জাহিদ ফারুক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সাথে স্থানীয় রাজনীতিতে বরাবরই সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা জনকল্যানমুখী কাজের পৃষ্ঠপোষকতা তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার সংসদীয় এলাকায় জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার তিনি সহ-সভাপতি। জাহিদ ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং দূরদর্শী নেতৃত্বে তাঁর রাজনৈতিক জীবনের এক দশকে বিশাল জনসমর্থনসহ তাঁর অঞ্চলে আওয়ামী লীগ কে সুসংহত করার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করছেন। তার কর্মের পুরষ্কার হিসেবে আওয়ামী লীগের সভাপতি  প্রধানমন্ত্রী সৎ ও প্রতিশ্রুতিশীল এই রাজনীতিবিদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। এই মন্ত্রণালয় আন্তঃদেশীয় নদীতীরের সীমানাজনিত জটিলতা সহ দেশের পুরো পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও তার উন্নয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি নিয়ে তিনি কাজ করছেন। যার ধারাবাহিকতায় সম্প্রতি তিনি এ বয়সেও তরুণ, যুবকদের মতোই ছুটে বেড়াচ্ছেন দেশের এই প্রান্ত দক্ষিণ থেকে উত্তর কিংবা পূর্বে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘জনগণের দুঃখ, দুর্দশা লাঘব করতে সরকার সকল ধরনের কাজ করছে। ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও নদী ভাঙ্গন এলাকার মানুষ। নদী ভাঙ্গন মানুষের কষ্ট বুঝি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে থেকে কাজ করছি। মানুষ যখন ঘুমায়, তখন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলীরা রাত জেগে জনগণের জন্য কাজ করছে বলে দাবী করেন তিনি। তিনি বলেন, এ জন্য তাদের কাজে উৎসাহ দিতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে মেঘা এ প্রকল্পের কাজ শেষ হলে একটি পর্যটন এলাকা হবে লক্ষ্মীপুরের দুই উপজেলা। আর একইভাবে বরিশালে সদর উপজেলার দুই ইউনিয়ন ও বরগুনার তালতলী বাধকে ঘীরেও পর্যটন সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী জাহিদ ফারুক  সেনাবাহিনীতে ৩৪ বছরের দীর্ঘ কর্মজীবনের পর কর্ণেল হিসেবে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সামরিক কৌশলগত নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেরও তিনি একজন গর্বিত সদস্য ছিলেন।
জাহিদ ফারুক একজন সংবেদনশীল পাঠক এবং তিনি সাম্প্রতিক জাতীয় ও আর্ন্তজাতিক সামরিক-রাজনৈতিক বিষয়ে বিশেষ আগ্রহী একজন বিশ্লেষকও। উচ্চাঙ্গ সংগীত প্রিয় এই ব্যক্তিত্বের খেলাধুলার ক্ষেত্রে বিশেষ আগ্রহের মধ্যে রয়েছে ক্রিকেট ও ফুটবল । পেশাগত সফরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, সিংগাপুর, হাঙ্গেরী, অস্ট্রিয়া, ভারত, সৌদি আরব এবং কুয়েত সফর করেছেন।১৯৫০ সালের ২৬ নভেম্বর বরিশাল বিভাগের বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন জাহিদ ফারুক। তার বাবা মরহুম খন্দকার মজিদুর রহমান সরকারি চাকুরীজীবী হওয়ার সুবাদে শিশু বয়স থেকেই তিনি ঘুরে বেড়ান বাংলাদেশের আনাচে কানাচে। তার মা মরহুমা আম্বিয়া বেগম ছিলেন একজন গৃহিনী এবং সন্তানের প্রথম শিক্ষক। জাহিদ ফারুক শামীম এমপির সহধর্মিণী মিসেস লায়লা শামীম স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি গত গত বছরের ২২ ডিসেম্বর  ইন্তেকাল করেন। তাদের একমাত্র সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনা শেষে একটি বহুজাতিক কোম্পানীতে সুনামের সাথে কাজ করছেন বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT