3:21 pm , January 11, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে প্রতিবন্ধী মেয়ে মেহেনাজকে কীটনাশক খাইয়ে হত্যার ঘটনায় মা তাসলিমা বেগমের নামে মামলা হয়েছে। গত বুধবার রাতে মেহেনাজের বাবা মো. মাহাবুব হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন। এঘটনায় তাসলিমা বেগমকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছেন উপ-পরিদর্শক কমল চন্দ্র দে।
জানা গেছে, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ১৫ বছরের প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যা করে। পরে তিনি নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
মাহাবুব হাওলাদার জানান, বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরে কৃষি কাজে জমিতে চলে যান। মেয়েকে কীটনাশক খাওয়ানের বিষয়টি জানতে পেরে স্ত্রী তাসলিমাকে ফোন করেন। ওই সময় তাসলিমা বেগম বলে ‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরবো’। পরে বাড়ি ফিরে আসার আগেই তাসলিমা নিজে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।
মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে জানান, নিহত কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে স্ত্রীর নামে মামলা করেছেন।