3:21 pm , January 11, 2024
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিয়া জাহান পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন খান, উপজেলার বেতমোর ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মোঃ ফয়সাল, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাংবাদিক সুমন বেপারী, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন, গোপাল শীল, সুবোধ হাওলাদার, গোপাল চন্দ্র দেবনাথ, সাদিয়ার শিক্ষক পিতা শাহজাহান নেগাবান, কৃতি শিক্ষার্থী সাদিয়া জাহান প্রমূখ।