3:19 pm , January 11, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পৌর কাউন্সিলেরর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন এক নির্মাণ শ্রমিক। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পৌর কাউন্সিলর মো. জাফর মল্লিক। পৌর সদরের তেরচর গ্রামের সেকান্দার আকনের ছেলে রাজা আকন একটি প্রভাবশালী মহলের ইন্ধনে কাউন্সিলর জাফর মল্লিকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন বলে দাবি করেন তিনি।
লিখিত সংবাদ সম্মেলনে জাফর মল্লিক জানান, রাজা আকন তার সহযোগিদের নিয়ে পৌরসভার ২নম্বর ওয়ার্ডসহ বিভিন্নস্থানে গাঁজা ও ইয়াবার ব্যবসা করে থাকেন। এই বিষয়ে গত বছর নভেম্বর মাসে সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন তিনি। এতে রাজা আকন ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
গত ৯ জানুয়ারি রাতে রাজা আকন একটি অপহরণ ও নির্যাতনের নাটক সাজিয়ে মুলাদী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজা আকন মুলাদী থানায় মামলা করতে গিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে থানা পুলিশ তদন্ত ছাড়া মামলা নেবে না বলে জানালে রাজা আকন ও তার লোকজন বিভিন্ন সামাজিক মাধ্যম এবং এলাকায় অপপ্রচার চালাচ্ছেন বলে জানান জাফর মল্লিক।
জাফর মল্লিক আরও বলেন, ‘২০২১ সালে পৌরসভার নির্বাচনে সাধারণ মানুষের ভোটে পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীদের বিরদ্ধে অবস্থান নিয়েছি। এতে কিছু মানুষের অসুবিধা হয়েছে। ওই মহলটি আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগা-া ছড়িয়ে সুনাম নষ্ট করতে চাইছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এএসপির কাছে অভিযোগ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।