উজিরপুরে ট্রলি চাঁপায় স্কুলছাত্রী নিহত উজিরপুরে ট্রলি চাঁপায় স্কুলছাত্রী নিহত - ajkerparibartan.com
উজিরপুরে ট্রলি চাঁপায় স্কুলছাত্রী নিহত

3:19 pm , January 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ৬ষ্ট শ্রেণির ছাত্রী নুসরাত জাহান তুবার (১১)। ইটবাহী ট্রলির চাপায় নিহত হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলি ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন। দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার সাকরাল এলাকার আ. রহমান হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুবা উপজেলার পরমানন্দ সাহা এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের মেয়ে। সে সাকরাল আব্দুল মজিদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী ছিলো। পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, স্কুল ছুটির পর বান্ধবীসহ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয় তুবা। উপজেলার রহমান হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে পৌছলে উজিরপুর থেকে মশাংগামী ইটভর্তি ট্রলি সামনে থেকে তুবাকে সজোরে ধাক্কা দেয়। এতে তুবা গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরিদর্শক আরো জানান, ঘটনার পর ট্রলি চালক পরমান্দশাহ গ্রামের বাসিন্দা কালাম হাওলাদার (৩০) ট্রলি রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় জনতা ট্রলি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। জাতীয় জরুরী সেবার মাধ্যমে জানতে পেরে সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রলির আগুন নিভিয়ে ফেলে।
পরিদর্শক বলেন, তুবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ট্রলির চালক কালাম হাওলাদার স্থানীয় হওয়ায় বেপরোয়া ছিল। সে অবৈধ যানবাহন নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করতো। তাকে বার বার নিষেধ করলেও কোন ভ্রুক্ষেপ করতো না। তাই এবারের এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT