3:33 pm , January 10, 2024
ভা-ারিয়া প্রতিবেদক ॥ কাউখালী, ভা-ারিয়া ও নেছারাবাদ এ তিন উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ১২৮ (পিরোজপুর-২)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৫ প্রার্থী জামানত হারিয়েছেন। এ আসনে মোট ১ লক্ষ ৭৩ হাজার ৩৩৬ অর্থাৎ ৪৫.০৯% ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেও ৫ প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা খুবই কম। গণফ্রন্ট মনোনিত প্রার্থী মোহাম্মদ মাহাতাব উদ্দীন মাহমুদ (মাছ প্রতীক) পেয়েছে ৫১৮ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনিত প্রার্থী মো. মিজানুর রহমান সৈয়দ মনির (একতারা প্রতীক) পেয়েছেন ২১৮ ভোট, ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) মো. আবুল বাশার (আম প্রতীক) ২১৬, বাংলাদেশ কংগ্রেস মনোনিত প্রার্থী মো. ছগির মিয়া (ডাব প্রতীক) পেয়েছেন ১৭৭ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) মনোনিত প্রার্থী মো. জাকির হোসাইন (ফুলের মালা প্রতীক) পেয়েছেন ১১৬ ভোট।