3:31 pm , January 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যদায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বরিশালে পৃথকভাবে পালন করেছে আওয়ামী লীগ। বুধবার সকাল ১০টায় নগরীর সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড.তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরপরই বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বেলা সাড়ে ১১টায় কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এরপরে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,মেজবা উদ্দিন জুয়েল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।