3:30 pm , January 10, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সকাল ১০টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্নে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নেতৃত্বে বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা।এরপর বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি এ্যাডঃআফজালুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাডঃ কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা আনিস উদ্দিন শহীদ, শহর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি হারুন অর রশীদ, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ সৈয়দ গোলাম মাসউদ বাবলু, এ্যাডঃ ইকবাল আজাদ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।