মন্ত্রী হতে হচ্ছেন এ্যাড. নানক প্রতিমন্ত্রী থাকছেন জাহিদ ফারুক মন্ত্রী হতে হচ্ছেন এ্যাড. নানক প্রতিমন্ত্রী থাকছেন জাহিদ ফারুক - ajkerparibartan.com
মন্ত্রী হতে হচ্ছেন এ্যাড. নানক প্রতিমন্ত্রী থাকছেন জাহিদ ফারুক

3:26 pm , January 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পেয়েছেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বরিশালের কৃতি সন্তান প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবীর নানক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম। বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাদেরকে ফোন করা হয়েছে মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার উপস্থিত হবার জন্য। বিষয়টি আজকের পরিবর্তনকে নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানক নিজেই। এছাড়া ফোন পাওয়ার বিষয়টি বুধবার রাতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজেই নিশ্চিত করেছেন। নতুন মন্ত্রণালয়ে তাঁদের কী পদ দেওয়া হবে, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নানক। এছাড়া পূর্বের মন্ত্রণালয়ে পূর্বের পদে বহাল থাকতে পারেন কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম।
তার বাইরেও বুধবার সন্ধ্যা পরবর্তী সময়ে আরো ফোন পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নতুন মন্ত্রিসভা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবে। সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT