দুই শিশু ধর্ষনের পৃথক মামলায় দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দুই শিশু ধর্ষনের পৃথক মামলায় দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
দুই শিশু ধর্ষনের পৃথক মামলায় দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

4:26 pm , January 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরী ও উজিরপুর উপজেলায় পৃথক দুই শিশু ধর্ষনের মামলায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানিয়েছেন। দ-িতরা হলো- বরিশাল নগরীর কেরানী বাড়ির পুল মাদ্রাসা সংলগ্ন এসপি বাড়ীর ভাড়াটিয়া ও ভোলা সদর থানার বেলুমিয়ার চর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে মো. সোহাগ এবং উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বারই কান্দি এলাকার আশ্রাব আলী হাওলাদারের ছেলে খলিল হাওলাদার।
রায় ঘোষনার সময় উভয় দ-িত উভয় আসামী আদালতে অনুপস্থিত ছিলো। বেঞ্চ সহকারী হুমায়ন কবির মামলার বরাতে বলেন, ২০০৫ সালের ১ এপ্রিল একই বাড়ির বাসিন্দা শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় শিশু কন্যার বাবা খলিল হাওলাদারকে আসামী করে উজিরপুর মডেল থানায় ৯ এপ্রিল মামলা করে। উজিরপুর মডেল থানার এসআই মামুন অর রশিদ ২০০৫ সালের ২০ জুন খলিলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৩ জনের মধ্যে ৬ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
বেঞ্চ সহকারী অপর মামলার বরাতে জানান, ২০১৪ সালের ২৪ এপ্রিল বরিশাল নগরীর কেরানী বাড়ীর পুল সংলগ্ন এসপি বাড়ীর ভাড়াটিয়া ঘরে নিয়ে কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষন করে। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তখন কিশোরীর চাচাকে খবর দিয়ে তার কাছে দেয়া হয়। ধর্ষনে অসুস্থ হয়ে পড়া কিশোরীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই বছরের ১ মে কোতয়ালী মডেল থানায় মামলা করে কিশোরীর বাবা। একমাত্র সোহাগকে আসামী করে করা মামলা ওই বছরের ২৭ জুলাই আদালতে চার্জশীট জমা দেন কোতয়ালী মডেল থানার এসআই আবু তাহের।
বিচারক ৬ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT