বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত - ajkerparibartan.com
বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

4:25 pm , January 9, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। সোমবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডের খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই সুধীর কর্মকার,গণেশ কর্মকার ও ঝালাইকার কৃষকান্ত রায়ের মেশিন ও মালপত্রসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের রোদেলা শপিং মল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকার মত হবে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আগুনের লেলিহান শিখা বন্দর বাজারে ছড়িয়ে পড়ে আরও বড় ধরণের ক্ষতির কারন হতে পারতো। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান চোকদার বন্দর বাজারের কামারপট্টির টিন-কাঠের এ মার্কেটের মালিক। এদিকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার ও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও এসময় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT