বরিশালের ১২৫ প্রার্থীর ৮৮ জনই জামানত  হারালেন বরিশালের ১২৫ প্রার্থীর ৮৮ জনই জামানত  হারালেন - ajkerparibartan.com
বরিশালের ১২৫ প্রার্থীর ৮৮ জনই জামানত  হারালেন

4:24 pm , January 9, 2024

বিশেষ প্রতিবেদক ॥  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি অসনের ১২৫ প্রতিদ্বন্দ্বি  প্রার্থীর ৮৮ জনই জামানত হারিয়েছেন। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভোলা-৪ আসনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। আসনটিতে ৫৮.৮০% ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে। এ আসনে প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থীর অবশিষ্ট ৪জনেরই জামানত বাতিল হয়েছে । দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমদ নির্বাচিত হলেও সেখানে অবশিষ্ট দুজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তৃতীয় সর্বাধিক ভোট পেয়েছেন বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট।
এবারের নির্বাচনে বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ষষ্ঠবারে এসে নিজ দলের গোলাম সরোয়ার টুকুর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অপরদিকে পিরোজপুর-২ আসনেও অস্টমবারে এসে পরাজিত হয়েছেন জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু।
বরিশাল বিভাগের ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন ভোটারের ৩২ লাখ ৪৮ হাজার ৬৭৭ জন  ২ হাজার ৮১৮টি ভোট কেন্দ্রের ১৭ হাজার ২৯৬টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশনের হিসেবে বলা হয়েছে। ভোটাধিকার প্রয়োগের গড়হার ছিল ৪৩.৭৬%। জেলাওয়ারী হিসেবে ভোলা জেলার ৪টি আসনে সর্বোচ্চ ৫৩.৩৫ ভাগ, পটুয়াখালীর ৪টি আসনে সর্বনি¤œ ৩৫.৮৫ ভাগ এবং বরিশালের ৬টি আসনে ৪০.৩৭ ভাগ, বরগুনার দুটি আসনে ৪৪.২৬ভাগ, ঝালকাঠীর ২টি আসনে ৪৪.৭৭ ভাগ এবং পিরোজপুরের ৩টি আসনে ৪৬.৩৩ ভাগ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলায় ২১টি সংসদীয় আসনে ভোট গ্রহণের লক্ষ্যে প্রায় ৩৫ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদস্য এবং ৫৫ হাজার ভোটকর্মী নিয়োজিত ছিলেন। এবার বরিশাল বিভাগে ৫৪ হাজার ৬৭৯ জন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হয়।
বরিশাল বিভাগের ২১টি আসনে আওয়ামী লীগ ১৪টি, মহাজোট সমর্থিত জাতীয় পার্টি ৩টি আসনের  মধ্যে ২টি, ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে ১টি এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে ৪জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪জনই আওয়ামী লীগেরই বিভিন্ন  পদে রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT