4:20 pm , January 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্বব্যাপি (কোভিট) করোনাকালীন সময়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত অর্জনকারী বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাবেক সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বরিশাল আইনজীবী সমিতির ৩নং বারে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাড. মহসিন মন্টু। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু, আইনজীবী ফোরামের সেক্রেটারী আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুুর রহমান মাকসুদ, কোতোয়ালী বিএনপির আহ্বায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, মহানগর বিএনপির সদস্য এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসুদ, এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. আজাদ হোসেন, দক্ষিন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান বাবলুসহ অন্যান্যরা। পারভেজ আকন বিপ্লবের রুহের মাগ-ফেরাত কামনা করে দলীয় নেতা কর্মীরা দোয়া-মোনাজাত করা হয়। প্রসঙ্গত, করোনাকালীন সময় পারভেজ আকন বিপ্লব হিউম্যানিটি ভলান্টিয়ার্স সংগঠন গড়ে তোলেন। এরপর ওই সংগঠনের মাধ্যমে খাবার থেকে শুরু করে অক্সিজেন এবং চিকিৎসা প্রদান করেন। করোনায় আক্রান্ত কোন রোগীর খোজ পেলেই নিজ থেকেই সেখানে ছুটে যেতেন। এরপর তার চিকিৎসা থেকে শুরু করে সার্বিক দায়িত্ব নিতেন। এ কারনে মানবতার ফেরীওয়ালা উপাধীতে ভূষিত বিপ্লব ২০২১ সালের ৯ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।