পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ - ajkerparibartan.com
পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

4:10 pm , January 8, 2024

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আবুল হাসানাত আবদুল্লাহ ফলাফল ঘোষণার পরে রবিবার রাতে আগৈলঝাড়া আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে উপস্থিত হয়ে তাঁর এই ঐতিহাসিক বিজয়কে জনগনের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে আরেকটি বিজয় করেছে দেশবাসী। আগৈলঝাড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ পেয়েছেন ৮১ হাজার ৭১৩ ভোট, জাপার লাঙ্গল প্রতীকে এ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ১৫শ ৯১ ভোট এবং এনপিপির প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট।
অপরদিকে গৌরনদী উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী  পেয়েছেন ৯৫ হাজার ০৬৪ ভোট, জাপা প্রার্থী পেয়েছেন ২ হাজার ৫৩১ ভোট, এনপিপির প্রার্থী পেয়েছেন ৮০৪ ভোট। ভোটের হার শতকরা ৫৭ দশমিক ৭১ভাগ।
আবুল হাসানাত আবদুল্লাহ দশম ও একাদশ সংসদ নির্বাচন ছাড়াও ১৯৮৯ ও ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT