4:07 pm , January 8, 2024
শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ রুস্তম আলী ফরাজী কে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ। এ আসনে ৮৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ডাঃ রুস্তম আলী ফরাজীকে বিপুল ভোটে পরাজিত করে অপর স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী কলারছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট। এছাড়া মহাজোট প্রার্থী মোঃ মাশরেকুল আজম রবি লাঙ্গল প্রতীকে ৬৬০ ভোট পেয়েছেন। অপর দিকে ন্যাশলান পিপলস পার্টি’র (এনপিপি) প্রার্থী মোঃ আমির হোসেন আম প্রতীকে ১১৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ জাসেম মিয়া ছড়ি প্রতীকে ৫৭ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন’র (বিটিএফ) প্রার্থী ফুলের মালা প্রতীকে ৫৭ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি’র মোঃ শহিদুল ইসলাম স্বপন হাতঘড়ি প্রতীকে ১৯৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসাইন মোশারেফ সাকু ডাব প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল কাইউম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।