4:06 pm , January 8, 2024
সাইদ মেমন ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি আসনের ২৫ প্রার্থী জামানত হারিয়েছেন। রোববার দিনভর অনুষ্ঠিত ভোটে জামানত ফিরে পাওয়ার মত ভোট পাননি তারা। বরিশাল জেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী জেলার ৬টি আসনে ৭৩.৫২ ভাগ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সী বলেন, বরিশাল জেলার ৬টি আসনে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৯ জন প্রার্থী তাদের জামানত ফিরে পাবেন। জামানত ফিরে পাবেন না ২৫ প্রার্থী। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ২০ হাজার টাকা জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের আট ভাগের একভাগ পেলে প্রার্থী নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেয়া জামানত ফেরৎ পান।
বরিশাল-১ আসনে জামানত ফিরে পাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
এ আসনের অপর দুই প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী ও এনপিপি’র আম প্রতীকের প্রার্থী মো. তুহিন জামানত হারিয়েছেন।
এ আসনে ভোটার ছিলো ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এরমধ্যে ১ লাখ ৮৪ হাজার ৩৪ ভোট পড়েছে।
বিজয়ী বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ভোট পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট। জামানত হারানো ছেরনিয়াবাত সেকেন্দার আলী ৪ হাজার ১২২ ও মো. তুহিন পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।
বরিশাল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়ে জামানত ফিরে পাচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন ও নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু।
জামানত হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস, তৃনমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ। বরিশাল-২ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এরমধ্যে মোট ১ লাখ ৫৭ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন।
জামানত ফিরে পাওয়া রাশেদ খান মেনন ১ লাখ ২২ হাজার ১৭৫ ও একে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।
জামানত হারানো নকুল কুমার বিশ্বাস ১ হাজার ৪২১, মো. শাহজাহান সিরাজ ১৭৮, ইকবাল হোসেন তাপস ৩৭৩ ও সাহেব আলী ৫৭৩ ভোট পেয়েছেন।
বরিশাল-৩ আসনে জামানত ফিরে পাচ্ছেন বেসরকারীভাবে নির্বাচিত জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আতিকুর রহমান।
বরিশাল-৩ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এরমধ্যে মোট ৯৬ হাজার ৯১ জন ভোটার ভোট দিয়েছেন।
জামানত ফিরে পাওয়া গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫১ হাজার ৮১০ ও আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ১২৩ ভোট।
এ আসনে জামানত হারানো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ টিপু সুলতান ১১ হাজার ৩২১, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমিনুল হক ৬ হাজার ৪১১, তৃনমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের ১২৭ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের মো. আজমুল হাসান জিহাদ পেয়েছেন ৯০৩ ভোট।
বরিশাল-৪ আসনে জামানত ফিরে পাবেন একমাত্র স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ। এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এরমধ্যে মোট ১ লাখ ৭৪ হাজার ৯০৬ জন ভোটার ভোট দিয়েছেন।
জামানত হারানো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৭ হাজার ৬৭৫ ও সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হৃদয় ইসলাম চুন্নু পেয়েছেন ১ হাজার ৮৮৯ ভোট।
বরিশাল-৫ আসনে জামানত ফিরে পেয়েছেন বেসরকারীভাবে নির্বাচিত পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপন।
এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৪ জন ভোটার ভোট দিয়েছেন।
জামানত ফিরে পাওয়া জাহিদ ফারুক শামীম পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট ও রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
জামানত হারানো ইকবাল হোসেন তাপস ২৮৬ , এনপিপির আম প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান সিকদার ২৫০, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মাহতাব হোসেন ২১৫ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের আসাদুজ্জামান পান ১৪৭ ভোট।
বরিশাল-৬ আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ সামসুল আলম।
এ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। এরমধ্যে মোট ১ লাখ ১১ হাজার ৫১৩ জন ভোটার ভোট দিয়েছেন।
জামানত ফিরে পাওয়া আব্দুল হাফিজ মল্লিক ৬০ হাজার ১০৯ ও মোহাম্মদ সামসুল আলম পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট।
জামানত হারানো জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা ৯ হাজার ১৮৮, তৃনমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন ১৭২, জাসদের মোহাম্মদ মহসীন ১৪৭, স্বতন্ত্র মো. শাহবাজ মিঞা ২৯৪, কামরুল ইসলাম খান ২০০, জাকির খান সাগর ১২০, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম ১১৪ ও এনপিপির মো. মোশারেফ হোসেন ৪৮ ভোট পেয়েছেন।