সাপ্তাহিক ভান্ডারিয়া বার্তার প্রকাশক মহিউদ্দীন খান দীপু আর নেই সাপ্তাহিক ভান্ডারিয়া বার্তার প্রকাশক মহিউদ্দীন খান দীপু আর নেই - ajkerparibartan.com
সাপ্তাহিক ভান্ডারিয়া বার্তার প্রকাশক মহিউদ্দীন খান দীপু আর নেই

4:04 pm , January 8, 2024

ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়া পৌরশহরের বাসিন্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভা-ারিয়া বার্তার প্রকাশক এবং পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ম. মহিউদ্দীন খান দীপু (৫৯) গতকাল সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ শিশু কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহাতাব উদ্দীন খান টুলু এর বড় ছেলে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ভা-ারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্বরে নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT