হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মেনন হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মেনন - ajkerparibartan.com
হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মেনন

4:04 pm , January 8, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল-১ আসনে বিজয়ী সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। ৮ জানুয়ারী সোমবার সকালে রাশেদ খান মেনন উজিরপুর উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে ইচলাদীতে শুভেচ্ছা বিনিময় শেষে আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে গিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগৈর সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়াও জেলা ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলু, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীলসহ ওয়ার্কার্সপার্টির নেতৃবৃন্দও তার সঙ্গে ছিলেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT