4:55 pm , January 7, 2024

সরেজমিন ভোটকেন্দ্র
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল জেলার তিনটি আসনের প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে একথা নিশ্চিত বলা যায় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের তিন আসনে ভোটকেন্দ্রের বাহিরের ভীর স্পর্শ করেনি ভিতরের ভোট বাক্স। তবে ভোটের পরিবেশ ছিলো চমৎকার শান্তিপূর্ণ।
নগরীর নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি করছিলেন উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা। তিনি জানালেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব কেন্দ্রের বাইরে ও ভিতরে পুলিশ প্রহরা রয়েছে। তবে ভোটার আসা না আসা সেটা প্রার্থীদের বিষয়ে। আমরা নগরীতে নিরাপত্তা নিশ্চিত রাখার আশ্বাস দিচ্ছি।
একটু এগিয়ে অক্সফোর্ড মিশন স্কুলের গেটেও নেতাকর্মীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। কাশিপুরের দুটি কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন চোখে পড়ে।
বরিশাল ৩ আসনের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, বেশ উৎসব আমেজ উৎসুক জনতার। কিন্তু ভোটকেন্দ্রের ভিতরে ফাঁকা।
এরপর বরিশাল ১ আসনের গৌরনদীর সরিকল ও বাটাজোর। এখানে নৌকায় মাঝি আবুল হাসানাত আবদুল্লাহর বিকল্প নেই। তাই চারিদিকে তার জয়জয়কার চলছিল। কেউ কেউ বললেন, এখানে তার বিপক্ষে দাঁড়াবার সাহসই কারো নেই। তিনি যাকে চান, তাকে দাঁড় করিয়ে দেন। আর বরিশাল ২ আসনের উজিরপুর অংশের ইচালাদি ও উজিরপুরে শোনা গেল নৌকায় পক্ষে শ্লোগান চলছে। বিকেল পৌনে পাঁচটার এই শ্লোগানে স্পষ্ট হয়ে গেছে এখানেও জোট প্রার্থী রাশেদ খান মেননের নৌকার জয় সুনিশ্চিত।