নগরীর কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি নগরীর কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি - ajkerparibartan.com
নগরীর কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

4:48 pm , January 7, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল-৫ (সদর ও মহানগর) আসনের একটি কেন্দ্রের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার সকালে বরিশাল নগরের আলেকান্দা এলাকায় নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপর একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার নিয়ে উত্তেজনা ছাড়ায়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে নব আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিনের (রিপন) সমর্থকেরা জটলা পাকান। সেখানে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক সমর্থকেরা তাঁদের সরে যেতে বলেন। এ নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এতে কেন্দ্রের বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এতে কেউ আহত হননি। নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এইচ এম শাহাদাত হোসেন বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ঝামেলা হয়নি। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বাইরে সামান্য ঝামেলার কথা শুনেছেন। তবে তাতে ভোট গ্রহণে কোনো প্রভাব পড়েনি। সকাল ১০টায় হালিমা খাতুন স্কুলের সামনে ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খান ১০/১২ জন অনুসারী নিয়ে অবস্থান করছিলো। এসময় নৌকার সমর্থকরা তাকে সরে যেতে বললে সে হুমকি-ধামকি দেয়। এই ঘটনার পরই নৌকার সমর্থকরা একজোট ধাওয়া করলে তাৎক্ষনিক পালিয়ে যায়। এরপরে রাজিবের বড় ভাই শামীম ও ছোট ভাই নয়ন ৩০/৪০ জনের বাহিনী নিয়ে লাঠিসোটা নিয়ে হালিমা খাতুন কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় নৌকার সমর্থকরা দ্বিতীয়বার তাদের ধাওয়া করে সদর রোড পর্যন্ত নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT