ট্রাক মার্কার পক্ষে ভোট কিনতে গিয়ে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক ॥ ১৫ দিনের কারাদন্ড ট্রাক মার্কার পক্ষে ভোট কিনতে গিয়ে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক ॥ ১৫ দিনের কারাদন্ড - ajkerparibartan.com
ট্রাক মার্কার পক্ষে ভোট কিনতে গিয়ে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক ॥ ১৫ দিনের কারাদন্ড

4:10 pm , January 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট কেনার অভিযোগে আটক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে কারাদন্ড দিয়েছে আদালত। শনিবার রাতে তাকে নগরীর জিয়া সড়ক এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম আব্দুল মতিন ১৫ দিনের কারাদন্ড দেয়। দ-িত মঞ্জুর মোর্শেদ ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সভাপতি। স্থানীয়রা জানিয়েছেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী মঞ্জুর মোর্শেদ ট্রাক প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরন করে। তাকে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়। শনিবার রাত ৮ টার দিকে জিয়া সড়ক মদিনা মসজিদ এলাকায় টাকা বিতরন করতে যায়। তখন স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্নজনকে টাকা দেওয়ার তালিকাও উদ্ধার করা হয়েছে। আটক মঞ্জুরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাকে কারাদন্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT