3:20 pm , January 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে বরিশাল নগরীতে শুরু হয়েছে টিসিবির পেয়াজ বিক্রি কার্যক্রম। শনিবার দিনভর নগরীতে ট্রাকের মাধ্যমে নগরীতে পেয়াজ বিক্রি করেছে টিসিবি। এর ফলে নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন সরবরাহ থাকায় বলতে গেলে কিছুটা হঠাৎ করেই নগরীতে পেয়াজ বিক্রি কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন এ কার্যক্রম শুধু বরিশাল সিটি এলাকায় সীমাবদ্ধ থাকবে। সরবরাহ সাপেক্ষে পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে সরবরাহ করা হতে পারে। তিনি আরো বলেন, শনিবার টিসিবির ১২ জন ডিলারকে দেড় টন করে পেয়াজ দেওয়া হয়েছে। তারা নগরীর ১২ টি পয়েন্টে অবস্থান করে ট্রাকে পেয়াজ বিক্রি করে। একদিন বিরতি দিয়ে সোমবার আবার একই ভাবে পেয়াজ বিক্রি করা হবে। সরবরাহ থাকলে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত বাজারে প্রতি কেজি পেয়াজ ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হলেও টিসিবি প্রতি কেজি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি করছে।