উজিরপুরে ৪টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ উজিরপুরে ৪টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ - ajkerparibartan.com
উজিরপুরে ৪টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ

3:14 pm , January 6, 2024

 

উজিরপুর প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ও শিকারপুর ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বত্তরা। স্থানীয় বাসিন্দা  ও নিরাপত্তা কর্মীদের তাৎক্ষনিক হস্তক্ষেপের কারনে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও আগুনে পুড়ে যায় দরজা জানালাসহ কেন্দ্রের কিছু অংশ।বামরাইল ইউনিয়নের  ধামসর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন  বলেন, ৬ জানুয়ারী ভোর রাতে দুর্বত্তরা  বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ভোট কেন্দ্রের পার্শ¦বর্তী একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেয়। একই ইউনিয়নের সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ও ধামসর ভোট কেন্দ্রে আগুন দেয়। ওই কেন্দ্র পাহারায় থাকা এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। একই রাতে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা । বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জাকির হোসেন জানান, ভোর সাড়ে ৫ টার দিকে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে আগুন দিয়ে পালিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি  জাফর আহম্মেদ বলেন, রাতে দুর্বৃত্তরা ৪টি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT