ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

3:13 pm , January 6, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ২২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের লে: কর্নেল নাহিদ হাসান, বর্ডার গার্ড বাংলাদেশের লে. কমান্ডার আ. রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, জেলা নির্বাচন কর্মকর্তা মো: ছালেক, এনডিসি মিলন চাকমাসহ সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরবেন। তিনি সকলকে নির্বাচনের আচরণবিধি মেনে চলের আহ্বান জানান।”
জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচনের করনীয় ও বর্জনীয় বিষয়ে সভায় বিস্তারিত বর্ণনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT