গৌরনদীতে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত গৌরনদীতে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত - ajkerparibartan.com
গৌরনদীতে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

3:11 pm , January 6, 2024

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-সরিকল জিসিসিআর সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় শনিবার সকালে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ নসিমনটি আটক করেছে।
পুলিশ জানায়, সরিকল ইউনিয়নের চর সরিকল গ্রাম থেকে প্রবাসী মোঃ সফিকুল ইসলাম (৩৫) নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে শনিবার সকাল ৮টার দিকে একই উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় পৌঁছলে গৌরনদী থেকে ছেড়ে আসা সিমেন্ট ভর্তি সরিকলগামি নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নসিমনটি উল্টে খাদে পড়ে এবং সফিকুল মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT