শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ - ajkerparibartan.com
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

4:33 pm , January 5, 2024

বিশেষ প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করেছে কয়েকজন পরীক্ষার্থী। সরেজমিনে গিয়ে জানা গেছে, ৫ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ২৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ২০ জন অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার খাতা ও নিয়োগ কর্তাদের আচরণে এই পরীক্ষা লোক দেখানো বুঝতে পেরে পরীক্ষা বর্জন করে ২০ জন পরীক্ষার্থী। তাদের অভিযোগ, গত ১৭ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী ২৫ জন আবেদন করে। শুক্রবার  সকাল দশটায় পরীক্ষার জন্য ডাকা হয়েছিলো। বেশিরভাগ পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হবার পর সোয়া বারোটায় পরীক্ষার জন্য ডাকা হয়। খাতা দেওয়ার পর খাতার উপর নাম-ঠিকানা লেখার সময় একজন শিক্ষার্থীর সবকিছু আগেই তৈরি দেখা গেছে। এতে পরীক্ষার্থীরা সন্দেহ পোষণ করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আচরণ ও কথাবার্তায় তারা নিশ্চিত হয়েছেন এখানে বড় অংকের টাকার লেনদেন হয়েছে এবং আগেই নিয়োগ চূড়ান্ত হয়েছে।
ফলে পরীক্ষা বর্জন করে ২০ জন পরীক্ষার্থীর বেশিরভাগরাই বের হয়ে যান। এসময় আসলাম খান নামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সহধর্মিণীকে বারবার ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রাঢীর সহকারী। তখন ম্যানেজিং কমিটির সভাপতিসহ দুই নারী এবং প্রধান শিক্ষক এই ভাইভা পরীক্ষা গ্রহণ করছিলেন। মাত্র দুজন পরীক্ষার্থী এই ভাইভা পরীক্ষায় অংশ নেন। অন্যান্যরা পরীক্ষা বর্জন করে চলে যায় বলে জানান অপেক্ষমান একজন পরীক্ষার্থী।
ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান বলেন, এটা মাস্টাররোলে নিয়োগ পরীক্ষা। এখানে প্রধান শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী একজন শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে। পরীক্ষার্থীরা ভিতরে খাতা নিয়ে যে অভিযোগ তুলছেন তা সিসি ক্যামেরা ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হবে। কোনোরকম অনিয়ম হওয়ার সুযোগ এখানে নেই। আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT